শুধু ক্রিকেট নয়, একাধারে বিজ্ঞাপনের মডেল, রেস্টুরেন্ট ব্যবসায়ি হিসেবে আজ সাকিব পরিচিত। বিকেএসপি থেকে উঠে আসা সাকিব এখন বাংলাদেশের অনেক তরুণের আইডল। কিভাবে এলেন ক্রিকেটে। আর এ সাফল্যের রহস্যটা কি? এছাড়া সামনে বাবা হচ্ছেন সাকিব? কেমন অনুভূতি? জেনে নিই সাকিবের সে সকল অজানা কথা!
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে হয়েছেন বিশ্বসেরা অল রাউন্ডার। হয়েছেন উইজডেনের বর্ষসেরা ক্রিকেটারাও। টাইগারদের হয়ে এক টেস্টে ১০ উইকেট ও সেঞ্চুরির মালিক সাকিব আল হাসান। এছাড়া সাকিব মানেই বাংলাদেশের ক্রিকেটের অসংখ্য রেকর্ডের নাম। মাঠ ও মাঠের বাইরে নানা কাজে সব সময় আলোচিত ,সমালোচিত মাগুড়ার ক্রিকেটার সাকিব আল হাসান।
No comments:
Post a Comment